Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ছেলেকে না পেয়ে বৃদ্ধা মাকে গ্রেফতার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পুত্র ধানের শীষের নির্বাচন করায় বৃদ্ধা মা খালেদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নরসিংদী থানা পুলিশ তাকে গাবতলী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। জানা গেছে, শহর সংলগ্ন পুরানপাড়া গাবতলী গ্রামের বাসিন্দা আব্দুল বাতেনের পুত্র জাহিদ হাসান ওমর জেলা যুবদলের একজন সক্রিয় সদস্য। সদর আসনে কারাবন্দি বিএনপি প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের ধানের শীষের কর্মী হিসেবে সে কাজ করে। সে ধানের শীষের লীফলেট নিয়ে ভোটারদের নিকট বিলি করে। পুলিশের তল্লাশি ও ধরপাকড়ের ভয়ে সে পালিয়ে পালিয়ে নির্বাচনের কাজ করে। শুক্রবার রাতে পুলিশের একটি দল তাদের বাড়ি গিয়ে যুবদলকর্মী ওমরকে খোঁজাখুঁজি করে। বাড়িতে তল্লাশি চালানোর সময় ঘরের ভেতর ধানের শীষের কিছু লিফলেট খুঁজে পায় পুলিশ। আর এ কারণেই ওমরের মা খালেদা আক্তারকে লিফলেটসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ওমরের পরিবারের লোকজন জানিয়েছে বৃদ্ধা খালেদা আক্তারের বিরুদ্ধে কোন মামলা নেই কোন ওয়ারেন্টও নেই। বিনা মামলা বিনা ওয়ারেন্টে মা খালেদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ওমরের এক আত্মীয় জানান, তিনি বৃদ্ধা খালেদা আক্তারকে দেখার জন্য থানায় গিয়েছিলেন। সেখানে পুলিশ তাকে ধানের শীষের কিছু লিফলেট দেখিয়ে বলেন তিনি ধানের শীষের জন্য ভোট চান আমরা কি করব। ঐ আত্মীয় জানান খালেদা আক্তার কে রাজনৈতিক মামলায় চালান দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ