বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একজন পোলিং অফিসারকে থানায় নিয়ে গেল পুলিশ। মফিজুল ইসলাম (৩৪) নগরীর কাতালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। তিনি নগরীর দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার নন এমপিওভুক্ত শিক্ষক। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায় এবং বাসা নগরীর বাকলিয়ার বৌবাজার এলাকায়। পুলিশ জানায়, গতকাল (শনিবার) নগরীর বাকলিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজ আহমেদের বাসা থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি ওই বাড়িতে বসে বিএনপির নির্বাচনী এজেন্টদের সাথে পরামর্শ করছিলেন বলে পুলিশের কাছে খবর যায়। তাকে আটকের বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলে তিনি তাকে ছেড়ে দিতে বলেন বলে জানা গেছে। এ ব্যাপারে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী রাতে দৈনিক ইনকিলাবকে বলেন, মফিজুল ইসলামকে আমরা আটক করিনি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানায় ছিলেন বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।