বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ডিএমপি কমিশনারের বক্তব্য হচ্ছে ‘আতঙ্কের কিছু নেই সব কেন্দ্র নিরাপদ থাকবে। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন।’ তার এ বক্তব্যে মানুষ আশান্নিত হয়েছে।
গতকাল একবিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করলে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার এবং সহিংসতা ও অরাজগতা সৃষ্টির কোনো সুযোগ থাকবে না। তারা বলেন, দেশের মানুষের টাকায় সরকারের কর্মকর্তা-কর্মচারিরা বেতন নেন। সুতরাং দেশের এ চলমান সংকট মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনে অংশ গ্রহণকারী সকল কর্মকর্তা-কর্মচারি নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
নেতৃদ্বয় বলেন, ভোটারদের নিরাপত্তাসহ ভোটকে কেন্দ্র করে যাতে কোনো মায়ের বুক খালি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। নেতৃদ্বয় সকল ভয়-ভীতিকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।