Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আতঙ্কে হাওর-জঙ্গলে বিএনপির নেতাকর্মীরা

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিএনপির নেতাকর্মীরা। দিনের বেলায় বিচ্ছিন্নভাবে অনেকে গণসংযোগে অংশ নিলেও তারা রাত কাটাচ্ছেন যার যার এলাকার পার্শ্ববর্তী ফসলের মাঠ বা গাছের নিচে, জঙ্গলে। কেউ কেউ দলবল নিয়ে রাত কাটাচ্ছেন বিভিন্ন হাওরে।
শীতের রাতেও গ্রেফতার আতঙ্কে ঘরে ফিরছেন না তারা। বিএনপি নেতাদের অভিযোগ, প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠে নামতে পারেননি তারা। সরকারের নির্দেশে বিভিন্ন মিথ্যা এবং গায়েবি মামলায় হয়রানী করা হচ্ছে। নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে।
তবে নির্বাচনের দিন পর্যন্ত গ্রেফতার এড়িয়ে ভোটের দিন কেন্দ্রে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এই নেতারা।
মৌলভীবাজারের-২ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর বলেন, গত কয়েকদিন বিভিন্ন মিথ্যা মামলায় কতজন নেতাকর্মীকে আসামী করা হয়েছে সে তথ্য চেয়ে পাচ্ছেন না। তবে গণহারে তাদেরকে মামলায় জড়ানো হয়েছে। অতি উৎসাহী পুলিশ ইচ্ছে করেই এ কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ