নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রাশিয়া বিশ্বকাপের পর আর আর্জেন্টিনার জার্সিতে খেলেননি লিওনেল মেসি। বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডকে জাতীয় দলে ফেরাতে তার সঙ্গে আবারও কথা বলবেন বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
২০১৮ সালের বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে হারা ম্যাচে শেষবার জাতীয় দলে খেলেন মেসি। দলকে গ্রুপ পর্ব পার করতে নাইজেরিয়ার বিপক্ষে দারুণ এক গোল করেছিলেন পাঁচবারের বর্ষসেরার এই ফরোয়ার্ড। আগামী বছরের কোপা আমেরিকার প্রস্তুতি শুরু করবে আর্জেন্টিনা। কিন্তু এখনও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দেননি মেসি।
চলতি ডিসেম্বরের শুরুর দিকে কোপা লিবার্তাদোরেসের ফাইনাল হয়েছিল মাদ্রিদে। হোর্হে সাম্পাওলির বিদায়ের পর দায়িত্ব পাওয়া স্কালোনি মেসির সঙ্গে সে সময় বসেছিলেন। আবারও মেসির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন কোচ, ‘মেসির সঙ্গে আমার খুব বেশি কথা হয় না কিন্তু আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ২০১৯ সালে আমরা তাকে দলে যোগ দেওয়ার চেষ্টা করতে যাচ্ছি। আমাদের কথা বাকি আছে এবং আমরা আশাবাদী যে আলোচনার ফল ইতিবাচক হবে। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ কিছু। যে কোনো কোচই তাকে কোচিং করাতে পছন্দ করবে; যে কারো চেয়ে আমি বেশি পছন্দ করব।’
গত মাসে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের পর আর্জেন্টনা দলের ফরোয়ার্ড মাউরো ইকার্দিও নতুন বছরে মেসির দলে ফেরার আশাবাদ জানিয়েছিলেন, ‘সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমরা সবাই আশা করি, সে আমাদের কাছে ফিরবে; বিশেষ করে আসন্ন কোপা আমেরিকার দলে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।