Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে প্রচারণায় সরব সিলেটে প্রার্থীরা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ৯:১৭ পিএম

রাত পোহালে শুরু হবে প্রত্যাশিত ভোট গ্রহণ। সারা দেশের ন্যায় সিলেটের মানুষও মুখিয়ে আছে ভোট উৎসবের। মাঠের প্রচারণা শেষ হওয়ায় অনলাইনে সরব প্রার্থী ও তাদের সমর্থকরা। অনলাইনের পাশাপাশি মুঠো ফোনেও প্রচারণা চালাচ্ছেন ভোটের।
জেলার ৬টি আসনের বেশিরভাগ প্রার্থীই অনলাইনে সরব প্রচারণায়। প্রতীক বরাদ্দের পরই ফেসবুকে নিজেদের নামে পেইজ খুলে প্রচারণায় নামেন তারা। যা মাঠের প্রচারণা শেষেও অব্যাহত রয়েছে। ফেসবুকের পাশাপাশি টুইটার, ইন্সটাগ্রামেও অনেকে প্রচারণা চালাচ্ছেন। মোবাইল ফোনেও ভোটারদের কাছে ম্যাসেজ পাঠিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন মোবাইল ফোনে ম্যাসেজে লিখেছেন- 'উন্নত ও আলোকিত সিলেট গড়তে আপনার দোয়া ও নৌকায় ভোট চাই।' এই আসনের বিএনপির প্রার্থী ড. আব্দুল মুক্তাদির লিখেছেন- 'ভোটকেন্দ্রে উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি, ধানের শীষ, খন্দকার মুক্তাদির'। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে মোট আসন সংখ্যা ৬টি। ৬ আসনে মোট প্রার্থী হচ্ছেন ৪৩ জন। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ৫২ হাজার ৭৬৪ জন।
সকল আসনেই এখন প্রার্থীরা চালাচ্ছেন অনলাইনে প্রচারণা। বিশেষ করে বড় দুই দলের আ‘লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরাই রয়েছেন এ প্রচারণায় এগিয়ে। তরুণ প্রজন্মের বেশির ভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকায় এসব ভোটারদের আকর্ষণের চেষ্টা করছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন বার্তা দিয়ে চাওয়া হচ্ছে ভোট। কোন কোন প্রার্থী ফেসবুক লাইভেও জানান দিচ্ছেন নিজদের। সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. একে আব্দুল মোমেন এবং জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তাদের দুজনের নামেই রয়েছে নিজস্ব ফেসবুক পেজ। তাদের নামে তৈরি এ পেজে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। দুজনই ফেসবুক লাইভে এসে ভোট চাইছেন।
এদিকে প্রার্থীদের সমর্থকদের পক্ষ থেকেও চলছে প্রচারণা। নিজ নিজ ফেসবুক একাউন্টে নিজের পছন্দের প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করে চাইছেন ভোট। লিখছেন প্রার্থীর পক্ষে বিভিন্ন বার্তা।
এদিকে, প্রচারণায় পিছিয়ে নেই সিলেটের অন্য আসনগুলোর প্রার্থীরাও। সকল প্রার্থীর কর্মী সমর্থকরা যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন নিজ নিজ প্রার্থীর পক্ষে সরব প্রচারণা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ