রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাজীপুর ৫টি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিকট প্রয়োজনীয় মালামাল বুঝিয়ে দেয়া হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. দেওয়ান মো: হুমায়ুন কবির জানান, একটি নিরপেক্ষ সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
রিটার্নিং অফিসার জানান, গাজীপুরের ৫টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৪,১৮,৪১১জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২,২০,৭৪৯, মহিলা ভোটার-১১,৯৭,৬৬২ জন। ৫টি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা-৯২২টি এবং ভোট কক্ষ ৪৫৪১টি। নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার ৯৬৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪৭৬৯ জন ও পোলিং অফিসার ৯৫৪০ জন দায়িত্ব পালন করবেন।
তাৎক্ষণিক নির্বাচনী অপরাধ দমনে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে জুডিশিয়াল আদালত কাজ করবেন। নির্বাচনী মনিটরিং টিম, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ইলেক্টোরাল ইনকোয়ারী টিমসহ ৪টি কমিটি গঠন করা হয়েছে। যাতে করে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে। আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।