রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ১৮টি নির্বাচনী কেন্দ্রে সেনা, বিজিবি ও পুলিশসহ অন্যান্য বাহিনীর পাশাপাশি দায়িত্বপালন করবে আনসার ভিডিপি সদস্যরা। কাপ্তাই উপজেলা আনসার-ভিডিপি অফিসার শাহাদাৎ হোসেন বলেন, প্রতি বছর আনসার ও বিডিভির সদস্যরা নির্বাচনি দায়িত্ব পালন করে আসছে। গতকাল শনিবার কাপ্তাই উপজেলার ১৮টি কেন্দ্রে ২১৬ জন আনসার ও ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্ব পালনে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত স্থানে চলে যান। ১৮টি কেন্দ্রে ১৮টি অস্ত্র, ১৮০ রাউন্ডগুলি, এবং সরকার কর্তৃক দেয়া লাঠি, বাঁশি সরবরাহ করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রে দশ জন আনসার দায়িত্ব পালন করবে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে প্রতি সদস্যকে শুকনো খাবার বাবদ নগদ ৫ শ’ টাকা প্রদান করা হয়েছে এবং সঠিকভাবে দায়িত্ব পালনের নিয়মাবলী ও নির্দেশনা প্রদান করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।