Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শকপ্রিয়তা পেয়েছে শাকিব-ফারিয়ার বাংলালিংক-এর নতুন বিজ্ঞাপন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনীত বাংলালিংক-এর ‘খুশি খুশি’ শিরোনামের নতুন বিজ্ঞাপনটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হয় আদনান আল রাজীব নির্মিত এই বিজ্ঞাপন। মেইনস্ট্রিম মিডিয়া ছাড়াও ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপনটি দেখেছেন বিপুল সংখ্যক দর্শক। মাত্র এক সপ্তাহেই ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপনটি দেখা হয়েছে যথাক্রমে ৩৩ লাখ ও ৫ লাখবারেরও বেশি। ফেসবুকে বিজ্ঞাপনটির শেয়ার সংখ্যা ইতোমধ্যে ৫ হাজার ছাড়িয়েছে। অসংখ্য দর্শক বিজ্ঞাপনটির চিত্রায়ন, কোরিওগ্রাফ ও জিঙ্গেলের প্রশংসা করেছেন তাদের মন্তব্যে। এছাড়া দীর্ঘ বিরতির পর শাকিব খানকে কোনো বিজ্ঞাপনচিত্রে ভিন্ন আঙ্গিকে দেখে আনন্দিত শাকিব ভক্তরা। বাংলালিংক-এর হেড অফ ব্র্যান্ড, মার্কেটিং মো. কাশেদুল হক বলেন, বিজ্ঞাপনচিত্রটির মাধ্যমে আমরা বাংলালিংক-এর বেশি দিয়ে খুশি ছড়ানোর বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। দেশজুড়ে এটি আশাতীত দর্শকপ্রিয়তা অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত। অসংখ্য দর্শক ফেসবুক ও ইউটিউবে মন্তব্যের মাধ্যমে বিজ্ঞাপনচিত্রটির প্রশংসা করে আমাদের উৎসাহ দিয়েছেন। চমৎকার সিনেম্যাটোগ্রাফি, কোরিওগ্রাফ ও জিঙ্গেলের সমন্বয়ে তৈরি এই বিজ্ঞাপনচিত্র সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানসম্পন্ন বলে আমরা বিশ্বাস করি। অসাধারণ দক্ষতার সাথে কাজ করে এই সাফল্য অর্জনে ভুমিকা রাখার জন্য আমরা নির্মাতা আদনান আল রাজীব, জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিব-ফারিয়ার বাংলালিংক বিজ্ঞাপন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ