Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেলিসামাদের শারিরীক অবস্থা অপরিবর্তিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জনপ্রিয় অভিনেতা টেলিসামাদ গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। গত শুক্রবার হঠাৎ করে তার শরীরে অক্সিজেনের মাত্রা অনেক কমে গেছে। এতে তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। চিকিৎসকের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার তেমন কোন উন্নতি হয়নি। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে বুকে ইনফেকশন নিয়ে টেলি সামাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার (১৯ ডিসেম্বর) তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। উল্লেখ্য, মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকায় টেলি সামাদের জন্ম। ১৯৭৩ সালে কার বউ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় খ্যাতিমান এই অভিনেতার অভিষেক ঘটে। চার দশকে তিনি প্রায় ৬০০ সিনেমায় অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেলিসামাদের শারিরীক অবস্থা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ