Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মির্জাপুরে, ১১৩ কেন্দ্রে পৌছে গেছে, ব্যালট পেপার, শান্তিপূর্ণ ভোট হওয়ার প্রত্যাশা

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ৭:১১ পিএম

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপজেলার ১১৩টি কেন্দ্রে ব্যালট পেপার পৌছে গেছে। শনিবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন।

তিনি জানান, মির্জাপুর উপজেলায় ৩ লাখ ২২ হাজার ৬৭৩ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৯ হাজার ৮৭৮ জন এবং নারী রয়েছেন ১ লাখ ৬২ হাজার ৭৯৫ জন। যাদের ভোট নিতে ১১৩ কেন্দ্রের জন্য ১১৩ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৬৬৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৩৯৯ জন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
ইউএনও আব্দুল মালেক জানান, মির্জাপুরে ভোট গ্রহণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ ও সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সচেষ্ট রয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ