Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় উৎসবমুখর ভোটের প্রত্যাশা জেলা রিটার্নিং কর্মকর্তার

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ৬:৪৯ পিএম

রাত পোহালেই একাদশ জাতীয় সংসদের ভোট । পাবনার ৫টি নির্বাচনী আসনে প্রায় সব কেন্দ্রেই ভোটের সরঞ্জামাদি পৌঁছে গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জসিম উদ্দিন এবং পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম ইতোমধ্যেই আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাররা যাতে তাদের নাগরিক অধিকার ভোট প্রদান করতে পারেন সেক্ষেত্রে সব ধরণের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীকে সদা প্রস্তুত রাখা হয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান। পাবনায় ভোট উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সেনা ,পুলিশ,র‌্যাব, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আরও জোরদার করা হয়েছে। ভোট কেন্দ্রে এবং এর আশপাশে কোন নাশকতামূলক কার্যকলাপ এবং ভোটারদের ভোট কেন্দ্রে আসতে কেউ বাঁধা প্রদান করলে তাদের রুখে দেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ