Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চকরিয়ায় বিজিবির অভিযানে অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ৪:১৭ পিএম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচনে দায়িত্বরত বিজিবি সদস্যরা পৃথক অভিযানে অস্ত্র ও রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করে।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযানের সত্যতা নিশ্চিত করেন নির্বাচনে দায়িত্বরত চকরিয়ার অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল খন্দকার মিজানুর রহমান।

নির্বাচনী এলাকায় টহলরত অবস্থায় ভোররাত ৩ টার দিকে অভিযান চালিয়ে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকা থেকে ১টি দেশীয় তৈরী কাটা বন্দুক ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মো: আবদুল গোফরানসহ বিজিবির ১২সদস্য। তিনি বলেন, অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দূষ্কৃতিকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

আগেরদিন শুক্রবার রাত ৮ টার দিকে চকরিয়ার কোনাখালী ইউনিয়নের কুলছুম নাহার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ্ববর্তী হাতুর বাপের ব্রীজ এলাকায় দূষ্কৃতিকারীরা ৮/৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে।

এ খবর পেয়ে টহরলরত ক্যাম্পের সুবেদার মো: মুজিবুর রহমানের নেতৃত্বে অভিযানে দূষ্কৃতিকারীদের ফেলে যাওয়া রাইফেলের ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে বিজিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ