Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীরবে ভোট বিপ্লব ঘটাতে চায় কক্সবাজারের ভোটাররা

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ৪:১৫ পিএম

রাত পোহালেই সেই বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। গত দশ বছর কক্সবাজারের মানুষ ভোট দিতে পারেনি। এবারে সব ভয়ভীতি পেছনে ফেলে ভোট বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত কক্সবাজারের মানুষ।

ভোটারদের নিরাপত্তায় সেনাবাহিনী, র‍্যাব- বিজিবি মোতায়েন থাকলেও সরকার দলের সন্ত্রাসী ও পুলিশের হামলা-মামলা এবং ধর পাকড়রের মধ্যেও ভোটাররা মোটেও শঙ্কিত থাকলেও তারা মাঠ ছাড়েনি।

তবে গতকাল থেকে সেনাবাহিনী ও র‍্যাবের পক্ষ থেকে ভোটারদেরকে নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহবানে সাহস ফিরে পেয়েছে সাধারণ ভোটারসহ ধানের শীষের নেতা-কর্মীরা।

গত ২৪ ঘন্টায় এই প্রতিবেদক উখিয়া-টেকনাফ, রামু, চকরিয়া, পেকুয়া ও কক্সবাজার সদরের বিভিন্ন জায়গা ঘুরে ভোটারদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, তারা পুলিশ-সন্ত্রাসীদের হামলা ও ধর পাকড় ছাড়া ভোট দিতে কেন্দ্রে যেতে পারলে নীরবে ভোট বিপ্লব হবে।

কক্সবাজারের ভোটাররা দল বেধে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে কেন্দ্র পাহারা দেবেন এমন প্রস্তুতির কথাও জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ