Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতি উপজেলায় পৌঁছে গেছে ভোট সরঞ্জাম

নির্বাচনে প্রস্তুত সিলেট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ৪:১৩ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন। সেই আনুষ্ঠানিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসারে কার্যালয় সিলেট। প্রতি উপজেলায় পৌঁছানো হয়েছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্সসহ নির্বাচনী সরঞ্জাম । প্রতি উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে ব্যালট পেপার ভর্তি বস্তাগুলো
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, উপজেলাওয়ারী পৌঁছানো হয়ে গেছে ৪২ ধরনের নির্বাচনী সরঞ্জাম। সরঞ্জামাদির মধ্যে রয়েছে-ব্যালট বক্স, বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম, সিল, ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, রাবারের অফিসিয়াল সীল, রাবারের মার্কিং সীল, গালা, সীল গালা করার জন্য পিতলের সীল (ব্রাশ সীল), স্ট্যাম্প প্যাড, চটের ছোট থলি বা হোসিয়ান ব্যাগ, বল পয়েন্ট কলম, সাদা কাগজ, কার্বন কাগজ, ছুরি, সুঁই সুতা, মোমবাতি, দিয়াশলাই, আলপিন, গামপট, সুপার গম, লোহা/প্লাস্টিক/ বাঁশের পাত এবং প্রিন্ট করা দেয়ালপত্র যাতে প্রবেশ, বাহির, ভোটকক্ষ নং, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ইত্যাদি লেখা থাকবে।
অন্যদিকে, ভোটকেন্দ্র সমূহে আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত বাহিনী নিয়মিত টহল জোরদার করেছে। র‌্যাব-পুলিশ-বিজিবি টহল দিচ্ছে। নাশকতা সৃষ্টিকারীদের ব্যাপারে সর্তক অবস্থানে রয়েছে প্রশাসনের সকল বাহিনী।
সিলেটের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. খুরশেদ আলম জানান, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রস্তুত। আজ শনিবার ভোট গ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে পৌঁছে যাবেন । সিলেটের আইনশৃঙ্খলা ভালো বলেও মন্তব্য করেন তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন কেন্দ্র তদারকি করছে। সুষ্ঠু ভোট গ্রহণে বাহিনী সব ধরনের সহযোগিতা করতে ইতোমধ্যে টহল জোরদার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ