Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর সেনাবাহিনী

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ২:৪৮ পিএম

ফেনীতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী। জেলার সদর উপজেলা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঁঞাতে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তায় নিয়মিত সেনা টহল অব্যাহত রয়েছে। ফেনীর ৩টি নির্বাচনী এলাকায় আলাদা আলাদাভাবে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ফেনী-১ আসন (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া), ফেনী-২ সদর আসন ও ফেনী-৩ ( দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে সেনাবাহিনীর জোরালো টহল লক্ষ্য করা গেছে। বিশেষ করে ফেনী শহর ও উপজেলার বাজারগুলোতে সেনা টহল বেশি লক্ষ করা গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ী, ভোটার ও বিভিন্ন প্রার্থীর সমর্থকরা।
জানতে চাইলে ফেনী সদর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহতাব বলেন, নির্বাচনে নিরাপত্তায় সেনাবাহিনী মাঠে তৎপর রয়েছে। জেলার প্রতিটি উপজেলায় টহল বাহিনী কাজ করে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ