Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকার প্রচারণার সাত মোটরসাইকেল পোড়ালো বিএনপি কর্মীরা

ঠাকুরগাঁও সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১১:২৩ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলায় নৌকা প্রতীক সমর্থকদের সাতটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বড়গাঁও ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত আটটার দিকে জেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমানের উপস্থিতিতে সভা চলছিল। এসময় সময় নৌকা মার্কার কর্মী নোবেল সিংহের নেতৃত্বে ১৪-১৫ জন ওই সভার পাশ দিয়ে যাচ্ছিল। তখন জুলফিকার আলীর নেতৃত্বে ধানের শীষের কর্মীরা তাদের পথরোধ করে এবং বেধড়ক মারধর করে। নৌকার কর্মীরা প্রাণ বাঁচাতে পালিয়ে গেলে ধানের শীষের কর্মীরা তাদের ফেলে যাওয়া সাতটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার জানান, বিএনপি কর্মীদের হামলায় আহত হন বড়গাঁও ইউনিয়ন চেয়ারম্যান প্রভাত সিংহের ভাই আওয়ামী লীগের সহসভাপতি নোবেল সিংহ এবং যুবলীগ নেতা হেলাল উদ্দিন।

অপরদিকে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে ধানের শীষের কর্মী আবুল হাসেমের বাড়িতে হামলা চালায়। মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ব্যাপারে তিনি জানান, নৌকার কর্মীরা নিজেরা নিজেদের মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

পঞ্চগড়-ঠাকুরগাঁও সার্কেলের ডিজিএফআইয়ের এসআই আরিফ গণমাধ্যমকে জানিয়েছেন, আওয়ামী লীগের কর্মীরা ভোট চাইতে গেলে বিএনপির কর্মীরা তাদের আটক করে কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ