Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সরকার আতঙ্ক ছড়িয়ে একতরফা নির্বাচনের চেষ্টা করছে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ঢাকা-১২ আসনে কোদাল প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, সরকার আতঙ্ক-ভীতি আর গুজব ছড়িয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে একতরফা নির্বাচনের চেষ্টা চালাচ্ছে। তাদের সেই সাজানো ছকের একমাত্র জবাব হবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে সবার ভোটাধিকার প্রয়োগ করা। ভয়মুক্ত বাংলাদেশ গড়তে ৩০ ডিসেম্বর সেই জন রায় প্রদান করতে দেশবাসীকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য তিনি আহবান জানান। গতকাল এক বিবৃতিতে সাকি এ আহবান জানান।
তিনি বলেন, ভোট নাগরিকদের সম্মান ও মর্যাদার প্রতীক। এই মর্যাদা কেড়ে নিতে দেবেন না। গণমানুষের রায় দিয়ে বৈধ একটি সরকার প্রতিষ্ঠা হয়। জনসম্মতিহীন সরকার দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। যা এখন বর্তমান সরকার করছে। জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আসলে জনগণের প্রতি কোন দায়িত্বশীলতা বা জবাবদিহিতারও কোন প্রয়োজন তার হয় না।
সাকি বলেন, আজকে যে বাংলাদেশে ব্যাংকখাতে লুণ্ঠন হয়েছে, বিপুল দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, গুম-খুন আর ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে তার প্রধান কারণ ২০১৪ সালে জনগণের সম্মতি ছাড়া একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটাধিকার পুন:প্রতিষ্ঠায় তাই ৩০ তারিখের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান অর্জন হতে পারে। এই ভোটাধিকার প্রতিষ্ঠার পথ ধরেই জনগণের আর সব অধিকার প্রতিষ্ঠিত হতে পারে।
নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নে জোনায়েদ সাকি বলেন, তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের একদিন আগে পর্যন্ত প্রচারের সমান সুযোগ আপনারা নিশ্চিত করতে পারেননি। মানুষ যেন অন্তত ভোটকেন্দ্রে নির্ভয়ে যেতে পারেন, ভোট দিতে পারেন, ভোট যাতে ঠিকঠাক গণনা হয় ও ফল প্রকাশ হয় তার ব্যবস্থা করুন। এতটুকু নিশ্চিত করতে পারলেও জাতি আপনাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। নাহলে আপনারা ইতিহাসের আস্তাকুড়োতে নিক্ষিপ্ত হবেন।
জোনায়েদ সাকি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা রাষ্ট্রের কর্মচারী। আপনাদের কাছে সে অনুযায়ীই নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করছি। আপনারা সে দায়িত্ব নিজ নিজ পেশাগত মর্যাদা অক্ষুন্ন রেখে পালন করবেন, সেটাই আপনাদের কাছে জনগণের প্রত্যাশা থাকবে।



 

Show all comments
  • রুবেল ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:০০ পিএম says : 0
    এমোন কোনো ইতিহাসে নাই যে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়েছে! বাংলাদেশে আজ পর্যন্ত দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, তার প্রতিটিতেই জয়ী হয়েছে ক্ষমতাসীনেরা। বাংলাদেশের ইতিহাসের সবো গুলো জাতীয় সংসদ নির্বাচনের চিত্রই একই।দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করা বোকামী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ