বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় বন্দর বাজার জামে মসজিদে জুম্মার নামাজের মোনাজাতে কাঁদলেন খন্দকার মুক্তাদির। মসজিদের ইমাম কামাল উদ্দিন জুম্মার নামাজ শেষে হাত তোলেন মুসল্লিদের নিয়ে। মোনাজাতে দেশের আসন্ন নির্বাচনে শান্তি শৃঙ্খলা নিরাপত্তাসহ কল্যাণের সার্বিক বিষয় নিয়ে সাহায্য প্রার্থনা করেন আল্লাহর দরবারে। মসজিদে উপচে পড়া ভিড় ছিল মুসল্লিদের। নামাজে অংশ নেন সিলেট-১ আসনে ধানের শীষ প্রার্থী খন্দকার মুক্তাদিরও। মুনাজাতে মানুষের মনের হাহাকারের কথা যেন তুলে ধরেছিলেন ইমাম। মুসল্লিদের মনের উপলব্ধি ভাষায় মুনাজাতে কথা বলতেই কান্নার রোল উঠে। সৃষ্টি হয় অন্য এক মোহনীয় পরিবেশ। শুধু কান্না আর কান্না চোখের পানি গড়িয়ে পড়তে দেখা গেছে মুসল্লিদের। সেই কান্নায় প্রকাশ পেয়েছে যাতনা বঞ্চনার ভয়াবহ চিত্রের অপ্রকাশিত কথা। সেই কথা গুলো সরাসরি আল্লাহর দরবারে পৌছে দিয়ে সাহায্য প্রার্থনা করলেন মুসল্লিরা। সেই সাহায্য প্রার্থনায় আকুতির অঝোর পানিও ছিল মুক্তাদিরের চোখে। এসময় মুসল্লিদের দেখতে মনে হয়েছে তাদের চেয়ে মজলুম আর অসহায় এই মুর্হূতে আর কেউ নেই। তাদের এহেন অবস্থা উত্তরনে নেই কোন বিদ্যমান নির্ভরতা। সবনির্ভরতা হারিয়ে সর্বোচ্চ বিচারক আল্লাহর দরবারে পেশ করলেন প্রতিকারের বিচার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।