বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয় গতকাল শুক্রবার। এর প‚র্বে সারা দেশের ন্যায় ঝালকাঠি-১(রাজাপুর কাঠালিয়ায়) প্রচার-প্রচারণায়, উঠান বৈঠক ও গণসংযোগে তৎপর ছিল আওয়ামী লীগ। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকার গুরুত্বপ‚র্ণ সব হাট, বাজার।
তাছাড়া প্রচারের কাজে ব্যবহার হয়েছে মাইকিং, লিফলেট, ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যম। চায়ের দোকান বা যে কোন আড্ডায় ভোট নিয়ে চলছে আলোচনা। উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে সাধারণ ভোটারদের মাঝে। ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত (মহাজোট প্রার্থী) বজলুল হক হারুনকে বিজয়ী করতে ১২টি ইউনিয়নে ইতিমধ্যে পথসভা, গণসংযোগ, পোস্টার লিফলেট, মহাজোটের পক্ষে দিনব্যাপী নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে পথসভা ও বাড়ি বাড়ি যেয়ে ভোট চেয়ে জনসংযোগ করেছে তার কর্মীরা। মহাজোট প্রার্থী বলেন, সর্বত্র নৌকার জোয়ার এসেছে। মানুষ ভোট দেয়ার জন্যে উন্মুখ হয়ে আছে। তিনি দাবি করেন নৌকার জয় অবশ্যম্ভাবী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।