Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আরিচায় স্পিডবোট সংঘর্ষে নিহত ১ নিখোঁজ ৩

আরিচা (মানিকগঞ্জ) সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আরিচা ঘাটের কাছে যমুনা নদীতে গতকাল শুক্রবার বিকেলে দু’টি স্পিড বোটের সংঘর্ষে ১ যাত্রী নিহত ও ৩ শিশু নিখোঁজ হয়েছে। নিহত যাত্রী হলেন পাবনার সাঁথিয়া এলাকার চাকুরীজীবী ইকবাল হোসেন (৩৫)। নিখোঁজ শিশুরা হচ্ছে, নরসিংদীর খারাবর গ্রামের রফিকুল ইসলামের কন্যা তনয় (৩) ও নয় মাসের পুত্র তামিন। এছাড়া, দীপ্তি আক্তার (১৩) নামে এক যাত্রী নিখোঁজ রয়েছে। দুর্ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার ভাটিতে স্থানীয় জেলেদের জালে যাত্রী ইকবালের লাশ আটকে গিয়ে উদ্ধার হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নিখোঁজ যাত্রীদের সন্ধান চালাচ্ছে।
জানা যায়, আরিচা-কাজিরহাট নৌরুটে আরিচা ঘাট থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে দুর্ঘটনাস্থলের কাছে নদীতে ড্রেজিংরত একটি ড্রেজারের দীর্ঘ পাইপকে পাশ কাটিয়ে আসার সময় স্পিড বোট চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। একটি স্পিড বোট পাবনা এক্সপ্রেস পরিবহনের যাত্রী নিয়ে কাজিরহাট ও আরেকটি আরিচা ঘাটের উদ্দেশে যাচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পিডবোট সংঘর্ষে নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ