বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের বাজারে ভোটের উত্তাপ। হঠাৎ করেই বেড়ে গেছে মুরগি, ডিম ও পেঁয়াজের দাম। নির্বাচনকে ঘিরে গাড়ি চলাচল বন্ধ থাকবে- এই অজুহাতে অনেক পণ্যের সঙ্কট তৈরী করে বেশি দাম নেওয়া হচ্ছে। গতকাল বাজার ঘুরে দেখা গেছে শীতের সবজির দাম কম। মাছের দামও কিছুটা স্থিতিশীল। চড়া সব ধরনের গোশতের দাম। মুরগির দাম আরও বেড়েছে। ডিমের ডজন ১০৮ থেকে ১১২টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন ভোটের কারণে হঠাৎ মুরগি ও ডিমের দাম বেড়েছে।
তিনদিনের মাথায় পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১২টাকা বেড়েছে। গতকাল বাজারে প্রতিকেজি পেঁয়াজ ৩৫টাকায় বিক্রি হয়েছে। স্থলবন্দর তিনদিনের জন্য বন্ধ। বন্ধ পণ্যপরিবহনও। এই কারণে দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। তবে আদা, রসুনসহ অন্যান্য মসলার দাম স্থিতিশীল আছে। নগরীর স্টিল মিল বাজার ঘুরে দেখা যায়, শীতের সবজির সরবরাহ প্রচুর। আর তাই দামও নাগালের মধ্যে। ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ১৫ টাকা, মুলা ১০-১৫ টাকা, শিম ২০-২৫টাকা। লাউ ২০-২৫ টাকা, বরবটি ৩০-৩৫ টাকা, বেগুন ২৫-৩০ টাকা, করলা ৩০ টাকা, কাঁচা পেঁপে ১৫-২০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকায় বিক্রি হচ্ছে। ক্ষিরা ২০ থেকে ২৫টাকা, গাজর ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কেজি ২০ থেকে ২৫টাকা। বাজারে সামুদ্রিক মাছের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুকুর ও খাল-বিলের মাছও আসছে। ইলিশ মাছ সাইজভেদে ৫০০ থেকে ৯০০টাকা। ছোট রুই ২০০-২২০ টাকা, বড় রুই ২৫০-২৮০টাকা। শোল ৪৫০-৫০০ টাকা, কৈ মাছ ৪০০-৫০০ টাকা, কোরাল ৪০০ টাকা, রূপচাঁদা ৬০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দাম আরও একদফা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়ে ১৩০-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল বাজারে গরুর গোশত হাড়সহ ৫০০-৫২০ টাকা, সলিড ৬০০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। খাসি প্রতি কেজি ৭০০ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।