নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষায় নিউজিল্যান্ড। দুই দলের প্রথম টেস্ট ড্র হয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের দাপট চলছে। প্রথম ইনিংসে ব্যাটিং ভালো না হলেও দ্বিতীয় ইনিংসে রানের পাহাড়ে নিউজিল্যান্ড। সফরকারী শ্রীলঙ্কাকে রানের পাহাড়ে চাপা দিয়েছে টম লাথাম, হেনরি নিকোলসরা।
প্রথম ইনিংসে ১৭৮ রান করা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। শ্রীলঙ্কাকে ৬৬০ রানের টার্গেট দিয়েছে তারা। রানের পাহাড়ে উঠতে একাধিক রেকর্ড হয়েছে ক্রাইস্টচার্চে।
৬২ বছর পর নিউজিল্যান্ডের প্রথম ছয় ব্যাটসম্যান টেস্টে ৪০ এর ওপরে রান করেছেন। আগের দিনের ৭৪ রানের সঙ্গে আজ আরও ১০২ রান করেছেন টম লাথাম। টেলর বেশিদূর যেতে পারেননি। আউট হন ৪০ রানে। দ্বিতীয় দিন সাজঘরে ফেরেন জিত রাভাল (৭৪) ও কেন উইলিয়ামস (৪৮)। শুক্রবার তৃতীয় দিন ব্যাটিংয়ে এসে হেনরি নোকলস ১৬২ ও কলিন ডি গ্র্যান্ডহোম ৭১ রান করেন। এর আগে ১৯৫৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো এক ইনিংসে নিউজিল্যান্ডের প্রথম ছয় ব্যাটসম্যান ৪০ এর ওপরে রান করেন।
দলীয় রেকর্ডের পাশাপাশি রেকর্ড গড়েছেন টম লাথাম। ১৭৬ রানের ইনিংস খেলে দুই ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন এ বাঁহাতি ওপেনার। ওয়েলিংটনে গত সপ্তাহে ২৬৪ রান করেছিলেন লাথাম। ক্রাইস্টচার্চ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজে তার রান ৪৫০। ২০১৪ সালে ব্রেন্ডন ম্যাককালাম ভারতের বিপক্ষে ৫৩৫ রান করেছিলেন। ম্যাককালাম চার ইনিংসে এ রান করলেও লাথাম ৪৫০ রান করেছেন তিন ইনিংসে।
পাশাপাশি দুই ম্যাচ টেস্ট সিরিজে তৃতীয় সর্বোচ্চ বল খেলার রেকর্ড গড়েছেন এ কিউই ব্যাটসম্যান। তিন ইনিংস মিলিয়ে লাথাম বল খেলেছেন ৮৮৯টি। হাশিম আমলা ২০১০ সালে ভারতের বিপক্ষে ১০৩৩ বল এবং অ্যান্ডি ফ্লাওয়ার ভারতের বিপক্ষেই ২০০১ সালে ১০২১ বল খেলেছিলেন।
লাথাম বাদে সেঞ্চুরির দেখা পেয়েছেন হেনরি নিকোলস। ক্যারিয়ার সেরা ১৬২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪৫ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন কলিন ডি গ্র্যান্ডহোম। এ ইনিংস খেলার পথে ২৮ বলে হাফ সেঞ্চুরি স্পর্শ করেন ডানহাতি ব্যাটসম্যান, নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম।
ইনিংস ঘোষণার পর শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শেষ ঘন্টায় ২ উইকেট তুলে নেয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১০৪ রানে গুটিয়ে যাওয়া শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে তুলেছে ২৪ রান। গুনালিথাকা ও করুণারত্মে সাজঘরে ফিরেছেন। একটি করে উইকেট পেয়েছেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। চান্দিমাল ১৪ ও মেন্ডিস ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
জয়ের জন্য নিউজিল্যান্ডের চাই মাত্র ৮ উইকেট। অন্যদিকে শ্রীলঙ্কা পিছিয়ে ৬৩৬ রানে। এখান থেকে জয়ের চিন্তা করা কঠিন। ম্যাচ বাঁচাতেও কঠিন লড়াই করতে হবে তাদেরকে। নিউজিল্যান্ডের জয়ের জন্য হাতে আছে পুরোদিন।
সংক্ষিপ্ত স্কোর
নিউ জিল্যান্ড ১ম ইনিংস : ১৭৮ ও ২য় ইনিংস : (আগের দিন শেষে ২৩১/২) ১৫৩ ওভারে ৫৮৫/৪ ইনিংস ঘোষণা (ল্যাথাম ১৭৬, টেইলর ৪০, নিকোলস ১৬২*, ডি গ্র্যান্ডহোম ৭১*; লাকমল ০/৯৬, কুমারা ২/১৩৪, চামিরা ১/১৪৭, পেরেরা ১/১৪৯, গুনাথিলাকা ০/৪৫, করুনারত্মে ০/৬)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১০৪ ও ২য় ইনিংস : (লক্ষ্য ৬৬০) ১৪ ওভারে ২৪/২ (গুনাথিলাকা ৪, করুনারত্মে ০, চান্দিমাল ১৪*, মেন্ডিস ৬*; বোল্ট ১/১১, সাউদি ১/১৩)।
* তৃতীয় দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।