Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

আমি মনেপ্রাণে একজন অভিনেত্রী-মনিরা মিঠু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অভিনয়ের পথচলায় দীর্ঘ দেড় যুগ অতিক্রম করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। ভিন্ন ধরনের চরিত্রে মনিরা মিঠুর প্রতি নির্মাতাদের চাহিদা সবসময় রয়েছে। তিনি তার অভিনয় গুণাবলী দিয়ে নির্মাতাদের আস্থা তৈরী করে নিয়েছেন। যে কারণে নাটকে এবং সিনেমায় প্রায় সমানতালেই কাজ করছেন তিনি। এরইমধ্যে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমা’তে নায়িকার মায়ের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। যারাই সিনেমাটি দেখেছেন তারাই তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। মনিরা মিঠু বলেন, ‘আমি মনেপ্রাণে একজন অভিনেত্রী, অভিনয়ই আমার পেশা। তাই এখানে আমি কোন রকম ছাড় দেইনা। দহনে আমাকে যে চরিত্র দেয়া হয়েছে তাতে মনপ্রাণ দিয়ে অভিনয় করেছি। সিনেমা মুক্তির অনেকদিন পরও আমি দারুণ সাড়া পাচ্ছি। একজন অভিনেত্রী হিসেবে এটাই আমার অর্জন, দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ যারা আমার অভিনয়ে আস্থা রাখেন, একজন অভিনেত্রী হিসেবে আমাকে সম্মান করেন।’ এদিকে ‘দহন’ মুক্তির পরপরই মনিরা মিঠু অনন্য মামুনের ‘আবার বসন্ত’ সিনেমার কাজ শুরু করেছেন। তবে মানবী’ নামের একটি আর্ট ফিল্মে কাজ করে ভীষণ মুগ্ধ তিনি। মনিরা মিঠু জানান, রুবেল আনুশে’র নির্দেশনায় এই সিনেমায় গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। ‘আবার বসন্ত’ ও ‘মানবী’র শূটিং নিয়ে এখন ব্যস্ত তিনি। এদিকে আগামী ৯ জানুয়ারি নূরুল আলম আতিকের নির্দেশনায় মনিরা মিঠু নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। আগামী বছরের শুরুতে তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন আরেকটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন। বর্তমানে তিনি সঞ্জিত সরকারের ‘চিটিং মাস্টার’, রওনক হাসানের ‘বিবাহ হবে’, ফরিদুল হাসানের ‘কমেডি ৪২০’, আদিবাসী মিজানের ‘মিস্টার টেনশন’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ