Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে জন নিরাপত্তায় সেনা তল্লাসি

মীরসরাই ( চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ৬:২৫ পিএম

ভোটের মাত্র আর এক দিন। এই একাদশ জাতীয় নির্বাচন নিয়ে অন্ত নেই নানা উৎসাহ উদ্দীপনা ও উত্তেজনা। প্রার্থীদের প্রচার প্রচারনার শেষে এখন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতার অন্ত নেই। পুলিশ, বিজিবি, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও সাধারন জনগনের নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন স্থানে তল্লাসি করছে।
মীরসরাইয়ে নির্বাচনী দায়িত্বরত সেনা ক্যাম্প প্রধান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর ব্যাটালিয়ান কমান্ডার কর্ণেল শরীফ বলেন এখানে নির্বাচনী পরিবেশ বেশ সুষ্ঠই দেখতে পাচ্ছি। তবুও নিñিদ্র নিরাপত্তায় আমাদের নিয়মিত টহল সহ বিভিন্ন স্থানে তল্লাসি কার্যক্রম ও রয়েছে। গতকাল (শুক্রবার) বিকালে মীরসরাইয়ের মস্তাননগর - জোরারগঞ্জ পুরাতন সড়কের বাইপাস মুখে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনগুলোকে তল্লাসি করছিল সেনাবাহিনী দল। এসময় দায়িত্বরত পেট্রোল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল খালেক বলেন নির্বাচন সুষ্ঠভাবে সমাপ্ত হওয়া পর্যন্ত প্রতিদিন আমাদের এই নিরাপত্তা তল্লাসি যে কোন সময় যে কোন স্থানে হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ