বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর জেলা সংবাদদাতা : জাসদের সকল নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহŸান ও সমাজ পরিবর্তনের লক্ষে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তথা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করার জন্য এবং বিশাল জনগোষ্ঠীর আকাক্সক্ষা বাস্তবায়নের লক্ষে ঐক্যবদ্ধ জাসদ চাই। এই দাবিতে গতকাল শনিবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে জেলা জাসদ পরিবারের পক্ষ থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐক্যের দাবিতে এই সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ নেতা নিয়তি রায়।
এতে বক্তব্য রাখেন, রংপুর জেলা জাসদ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদ নবী মুন্না, জাসদের নেতা শ্যামল দাস, শোভন আহম্মেদ, যুব জোট নেতা নোভেল, জেলা জাসদের সম্পাদক সাব্বির আহম্মেদ, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, জেলা জাসদের সহ-সভাপতি শাহীনুর রহমান বাদল, জেলা জাসদের অন্যতম নেতা এ্যাড. রফিকুল ইসলাম মুকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সনজিৎ মোহন্ত, যুবজোট রংপুর জেলার সাধারণ সম্পাদক মিরাজুন্নবী মিলন, দপ্তর সম্পাদক কামরুল হাসান টিট,ু বদরগঞ্জ উপজেলা জাসদ নেতা মাহমুদ সামছু আলম, গংগাচড়া উপজেলা জাসদ নেতা সুজাউদ্দিন আহম্মেদ, কোতোয়ালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জুয়েল, তারাগঞ্জ উপজেলা জাসদ নেতা লোকমান হোসেন, কোতোয়ালী উপজেলার অন্যতম নেতা গোপাল চন্দ্র বর্মন, পীরগাছা জাসদের সভাপতি আব্দুস সোবহান, কুড়িগ্রাম জেলা জাসদ নেতা ইসমাইল হোসেন বাদল, বদরগঞ্জ উপজেলা জাসদ নেতা তসলিম উদ্দিন ও এ্যাড. লুৎফুল হক এবং চতুর্থ শ্রেণীর ছাত্র জাসদ শুভাংসী নানক রায় লালন প্রমুখ। সভা পরিচালনা করেন জাসদ নেতা নাজমা জামান। সভায় জেলা ও উপজেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মসূচি পালনের আহŸান জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।