Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পাবনায় নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের সভা অনুষ্ঠিত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৮ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে পাবনায় পুলিশের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনায় সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষায় র‌্যাব ও ফায়ার সার্ভিসের ইউনিট আলাদাভাবে টহল দিচ্ছে।
শুক্রবার সকাল ১০টায় পাবনা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) এবং পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ।
সভায় জেলা রিটার্নিং অফিসার জসিম উদ্দিন বলেন, জেলার মোট ৬৬৭টি ভোট কেন্দ্রে নির্বিঘেœ যাতে মানুষ ভোট প্রদান করতে পারেন ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করতে হবে। সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে পেশাগত সুনাম অক্ষুন্ন রেখে দায়িত্ববোধের সাথে কাজ করার আহবান জানান। এদিকে, শুক্রবার দুপুরে পাবনা শহরে সুসজ্জিত অবস্থায় টহল দেয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল। এছাড়া র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল শহরের বিভিন্ন স্থানে টহল দেয় এবং বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ