বিএনপির নেতাকর্মীরা নিরাপত্তাহীন, কারাগারেও তাদের ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের খুলনা মহানগর শাখার সমন্বয়ক ও মহানগর
বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগর
বিএনপির অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মঞ্জু বলেন, ‘পুলিশ ও ডিবি আতঙ্কে নির্বাচনী অফিসগুলো ফাঁকা হয়ে গেছে। সন্ধ্যার পর সেখানে অন্ধকার থাকে। নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ১৪ গোষ্ঠিকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে পুলিশ। পুলিশের নির্দেশনায় সব কিছু পরিচালিত হচ্ছে। পুলিশি নির্বাচন হচ্ছে। মহিলাকর্মীদের ডেকে এলাকা ছেড়ে যেতে বলা হচ্ছে। সরকারি দলের ডাকসাইডের নেতাকর্মীরা বিভিন্ন অফিসের সামনে বসে থেকে সব নিয়ন্ত্রণ করছে।’
মহানগর
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘প্রচারণার সময় শেষ হলেও আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের কর্মীরা মোটরসাইকেলে মহড়া দিচ্ছে, এলাকায় এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।’
এ সময় ১১ দফা দাবি উপস্থাপন করে তিনি বলেন, ‘সেনাবাহিনীর কাজ অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। গাছতলা, আমতলা, জামতলায় বসে সময় কাটানো নয়। এলাকায় এলাকায় সেনাবাহিনীকে মাইকিং করে ভোটারদের আশ্বস্ত করতে হবে। জনভীতি দূর করতে হবে। ভোটারদের কেন্দ্র এসে ভোট দেয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিটি ভোট সেন্টারে সেনাবাহিনীর তদারকি নিশ্চিত করতে হবে।’
মঞ্জু আরও বলেন, ‘আমরা নিরাপত্তাহীন। কারাগারে ঠাঁই নাই। জামিনে থাকা মামলার জামিন বাতিল করে গ্রেপ্তার চালানো হচ্ছে। আমরা অসহায়। আপনারা অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে জনভোটাধিকার নিশ্চিত করুন।’