Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা নিরাপত্তাহীন, কারাগারে ঠাঁই নাই -মঞ্জু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১:৫৪ পিএম
বিএনপির নেতাকর্মীরা নিরাপত্তাহীন, কারাগারেও তাদের ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের খুলনা মহানগর শাখার সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।   
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগর বিএনপির অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মঞ্জু বলেন, ‘পুলিশ ও ডিবি আতঙ্কে নির্বাচনী অফিসগুলো ফাঁকা হয়ে গেছে। সন্ধ্যার পর সেখানে অন্ধকার থাকে। নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ১৪ গোষ্ঠিকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে পুলিশ। পুলিশের নির্দেশনায় সব কিছু পরিচালিত হচ্ছে। পুলিশি নির্বাচন হচ্ছে। মহিলাকর্মীদের ডেকে এলাকা ছেড়ে যেতে বলা হচ্ছে। সরকারি দলের ডাকসাইডের নেতাকর্মীরা বিভিন্ন অফিসের সামনে বসে থেকে সব নিয়ন্ত্রণ করছে।’
মহানগর বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘প্রচারণার সময় শেষ হলেও আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের কর্মীরা মোটরসাইকেলে মহড়া দিচ্ছে, এলাকায় এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।’
এ সময় ১১ দফা দাবি উপস্থাপন করে তিনি বলেন, ‘সেনাবাহিনীর কাজ অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। গাছতলা, আমতলা, জামতলায় বসে সময় কাটানো নয়। এলাকায় এলাকায় সেনাবাহিনীকে মাইকিং করে ভোটারদের আশ্বস্ত করতে হবে। জনভীতি দূর করতে হবে। ভোটারদের কেন্দ্র এসে ভোট দেয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিটি ভোট সেন্টারে সেনাবাহিনীর তদারকি নিশ্চিত করতে হবে।’
মঞ্জু আরও বলেন, ‘আমরা নিরাপত্তাহীন। কারাগারে ঠাঁই নাই। জামিনে থাকা মামলার জামিন বাতিল করে গ্রেপ্তার চালানো হচ্ছে। আমরা অসহায়। আপনারা অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে জনভোটাধিকার নিশ্চিত করুন।’


 

Show all comments
  • Muhammad Maruf ২৮ ডিসেম্বর, ২০১৮, ২:১৭ পিএম says : 0
    সকল শ্রেণীর পেশাজীবী ও সমাজকে ভোট দেওয়ার আহবান জানানো ছাড়া আর কি আশা করতে পারি।যারা ব্যক্তি সুবিধা ভোগ করে নিজ দায়িত্ব কে কলঙ্কিত করবেন,তাদের বিচার রব্বুল আলামীন আল্লাহ করবেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ