একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ১ আসনের
বিএনপি মনোনীত
ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সাংসদ জহির উদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময়
বিএনপির প্রার্থীর বাড়িতে থাকা ১৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমানের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, জহির উদ্দিনের বাড়িতে পরিকল্পনা সভা করা হচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করা হয়েছে। খবর পেয়ে শতাধিক পুলিশ রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ি ঘেরাও করে। এ সময় দরজা খুলতে বললে জহির উদ্দিন রাজি হননি। রাত দেড়টা পর্যন্ত দরজা না খোলায় পুলিশ বাড়িটি ঘিরে রাখে। এক পর্যায়ে তিনি থানার জ্যেষ্ঠ কর্মকর্তাদের আসতে বলেন।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে জহির উদ্দিনের সাবেক একান্ত সচিব-২, যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মো. রফিকুল ইসলাম, গৌরনদী পৌর
বিএনপির সাবেক
সাধারণ সম্পাদক মো. হান্নান শরীফ রয়েছেন।