Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটারদের বাড়ি ফেরা, কমলাপুরে উপচে পড়া ভিড়

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:৪২ পিএম

জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে একটা উৎসবের মতো। এই নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ থেকে শুরু করে ভোট দেওয়া পর্যন্ত একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এবারও সহিংসতার মধ্যেও একটা আমেজ বিরাজ করছে।
আর মাত্র একদিন পরেই দেশজুড়ে শুরু হবে সেই ভোট উৎসব। আর এই উৎসবকে সামনে রেখে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে সাধারণ মানুষ ছুটছেন নিজ নিজ এলাকায়। গত ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিকে সামনে রেখেই শুরু হয়েছিল ভোট দিতে বাড়ি যাওয়ার হিড়িক। তার ধারাবাহিকতায় শুক্রবারও (২৮ ডিসেম্বর) গন্তব্যের দিকে ছুটছেন মানুষ। তাই সকাল থেকেই রাজধানীর কমালপুর রেল স্টেশন ছিল লোকে লোকারণ্য। প্লাটফরমে হাজার হাজার যাত্রীর ভিড়।
ভোট উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাই দুইদিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে আরেকদিনের বাড়তি ছুটি। এই ছুটির সঙ্গে আর দুই একদিন যোগ করে নিয়ে ছুটছেন ঢাকাবাসী। তাদের কাছে এই আনন্দ যেন ঈদের আনন্দের চেয়ে কম নয়।
কমলাপুর স্টেশন মাস্টার জানান, ভোর থেকে শত শত যাত্রী টিকেটের জন্য কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কেউ কাঙ্খিত টিকিট পাচ্ছেন, কেউ বা বিফল হচ্ছেন। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে মানুষ আগে থেকেই টিকিট কেটে রেখেছে। অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে অনেক আগেই। সে কারণে অনেকেই টিকিট পাচ্ছেন না। রংপুর এক্সপ্রেসের যাত্রী মোহিত জানান, তিন দিনের ছুটিতে গ্রামের বাড়ি বগুড়া যেতে চান তিনি। টিকেটের আশায় তাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। তবে স্ট্যান্ডিং টিকেট ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না বলে জানালেন তিনি। তবে টিকিট পেলেই তিনি খুশি। বাড়ি যাওয়াটাই মূল কথা, হোক তা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে। জামালপুরর যাত্রী আসিক অভিযোগ করে বলেন, কাউন্টারে টিকেট নেই, কিন্তু ব্ল্যাকারদের কাছে ঠিকই পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট সময়ের আগেই এসব টিকেট ব্ল্যাকারদের হাতে চলে গেছে। জামালপুরের ট্রেন সময়মতো স্টেশনে আসছে না বলেও অভিযোগ করলেন তিনি।
ভিড়ের কারনে ট্রেনগুলো আস্তে চলছে উল্লেখ করে কমলাপুর রেলস্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন খান বলেন, এখন পর্যন্ত কোন ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। সাবাই শান্তিপূর্ণ ভাবে বাড়ীতে ফিরতে পারছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ