বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্দরনগরীর চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি এম এ লতিফের পক্ষে গতকাল (বৃহস্পতিবার) প্রতিটি ওয়ার্ডে প্রচার-প্রচারণা, গণসংযোগ, পথসভা, মাইকিং, মিছিলের মাধ্যমে শোডাউন করা হয়। গত বুধবার এম এ লতিফ বন্দর-সল্টগোলা রেলক্রসিং-ইপিজেড-স্টিল মিল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় পথসভায় আওয়ামী লীগ ও মহাজোট নেতৃবৃন্দ বলেন, এবারের নির্বাচনে ’৭০-এর মতোই নৌকার সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণমানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে নৌকা। চট্টগ্রাম বন্দর এলাকা ৩৮, ৩৯, ৪০ নং ওয়ার্ডে সল্টগোলা রেলক্রসিং থেকে শুরু করে মাইলের মাথা, ফ্রি পোর্ট, বন্দরটিলা-সিমেন্ট ক্রসিং প্রদক্ষিণ করে স্টিল মিল এলাকায় গণসংযোগ শেষ হয়।
গতকাল এম এ লতিফের পক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নেতৃবৃন্দ ৩৭নং হালিশহর মুনিরনগর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় পথসভায় পরিষদের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে জনগণ নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরবেন। গরিব-দুঃখী, মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু লতিফ বিগত দশ বছর উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন, এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে আছেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, এমএ হক চৌধুরী রানা, জোবায়ের সেলিম শুভ, হারুন উর রশিদ, মোজাম্মেল হক রিয়াদ, চিন্ময় দত্ত, আলমগীর হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।