Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বার্সার মেসির মতই চেলসির হ্যাজার্ড’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:২৯ এএম

এক সপ্তাহের ব্যবধানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এসেছে ব্যাপক রদবদল। চোখ কপালে তোলার মত এই বদলটা হয়েছে মূলত ম্যানচেস্টার সিটির টানা হারের কারণে। পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচে আবার লিভারপুল ও টটেনহাম ছিল দুর্দান্ত। ফলাফল? সিটির চেয়ে সাত পয়েন্টে এগিয়ে তালিকার শীর্ষে লিভারপুল। ছয় পয়েন্ট পিছিয়ে তাদের বর্তমান প্রতিদ্ব›দ্বী টটেনহাম।

আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-২ গোলে হেরে যায় পেপ গার্দিওলার সিটি। তাও আবার ঘরের মাঠে। এবার লেস্টার সিটির মাঠে ১-২ ব্যবধানে হেরে শিরোপার দৌড়ে বেশ পিছিয়ে পড়ল বর্তমান চ্যাম্পিয়নরা। শেষদিকে শতচেষ্টা করেও এদিন হার এড়াতে পারেনি ইতিহাদের দলটি। ৮৯ মিনিটে উল্টো ফাবিয়ান ডেলফ লাল কার্ডে দশজনের দলে পরিনত হয় সিটি।

শেষ দুই ম্যাচে আবার অবাক করা খেলা উপহার দিয়েছে টটেনহাম। যেন জাদুর কাঠি হাতে পেয়েছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। আগের ম্যাচে এভারটনের জালে তারা দিয়েছিল ছয় গোল। পরশু রাতে ঘরের মাঠে তারা বোর্নমাউথকে উড়িয়ে দেয় ৫-০ গোলে। জোড়া গোল করেন সন হিউন-মিন, একটি করে এরিকসেন, লুকাস মৌরা ও হ্যারি কেইন। এমন সুবিধাজনক অবস্থানে থেকেও শিরোপার আসল প্রতিযোগী হিসেবে নিজেদের দেখছেন না স্পার্স গুরু পচেত্তিনো। আর্জেন্টাইন কোচের মতে, ‘লিভারপুল ও ম্যানচেস্টার সিটিই শিরোপার আসল প্রতিযোগী।’

লিভারপুল তো আগে থেকেই উড়ছে। লিগে এখনো কোন ম্যাচে হারেনি অল রেডরা। এদিন ঘরের মাঠে তারা দিয়ান লভরেন, মোহাম্মদ সালাহ (পেনাল্টি), জর্দান শাকিরি ও বদলি খেলোয়াড় ফাবিয়ানোর গোলে নিউক্যাসলকে উড়িয়ে দেয় ৪-০ ব্যবধানে। তবে এদিন বিশেষ নজর ছিল ওল্ড ট্রাফোর্ডোর দিকে। দলটির নতুন ভারপ্রাপ্ত কোচ ওলে গানার সুলশার প্রথম ম্যাচের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন কিনা সেটাই ছিল দেখার। এই ম্যাচেও তিনি প্রমাণ করলেন তাকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখতে পারে রেড সমর্থকরা। তার অধীনেই সাবেক কোচ হোসে মরিনহোর দলে উপেক্ষিত পল পগবা নিজেকে মেলে ধরতে শুরু করেছেন। ফরাসি মিডফিল্ডারের জোড়া গোলেই এদিন টানা জয় তুলে নেয় সুলশারের ইউনাইটেড। হাডার্সফিল্ডকে এদিন তারা হারায় ৩-১ ব্যবধানে। রেড ডেভিলদের হয়ে অন্য গোলটি করেন নিমানজা মাতিক।

আর্সেনালকে এদিন রুখে দেয় পয়েন্ট টেবিলে ১৩ নম্বরের দল ব্রাইটন। আবেমেয়াংয়ের গোলে শুরুতে এদিয়ে গিয়েও ব্রাইটনের মাঠ থেকে ১-১ ড্র করে ফেরে গানাররা। চারে থাকা চেলসির সঙ্গে তাই পঞ্চম স্থানের আর্সেনালের পয়েন্ট ব্যবধান এখন স্পষ্ট, ব্যবধানটা দুই পয়েন্টের। তাদের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে ছয়ে ম্যান ইউ।

একই রাতে ওয়াটফোর্ডোর মাঠ থেকে ২-১ ব্যবধানের কষ্টের জয় নিয়ে ফেরে চেলসি। বøুদের হয়ে দুটি গোলই করেন এডেন হ্যাজার্ড। চেলসির হয়ে এদিন গোলের সেঞ্চুরি পূর্ণ করেন বেলজিয়ান ফরোয়ার্ড। স্ট্যামফোর্ড ব্রিজের দলের হয়ে সর্বোচ্চ গোলের মাইলফলক পেরুতে এখনো অনেক দূর যেতে হবে হ্যাজার্ডকে। ২১১ গোল নিয়ে এই তালিকার শীর্ষে ফ্রাঙ্ক ল্যাম্ফার্ড। মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন থাকলেও বøুদের হয়ে লিজেন্ডদের কাতারে যেতে চান হ্যাজার্ড, ‘আমি এই ক্লাবের হয়ে আরো গোল করতে চাই এবং ফ্রাঙ্ক ল্যাম্ফার্ড, দিদিয়ের দ্রগবা ও জন টেরিদের মত লিজেন্ড হতে চাই।’ চেলসির এই দলে হ্যাজার্ডের গুরুত্ব কতখানি? এর উত্তর কোচ মাউরিসিও সারির কথাতেই শুনুন, ‘মেসি যেমন বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ, ক্রিশ্চিয়ানো রোনালদো যেমন জুভেন্টাসের জন্য, তেমনি চেলসির জন্য হ্যাজার্ড।’

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল (শীর্ষ ছয়)
দল ম্যাচ জয় ড্র পরাজয় গো/ব্য. পয়েন্ট
লিভারপুল ১৯ ১৬ ৩ ০ ৩৬ ৫১
টটেনহাম ১৯ ১৫ ০ ৪ ২৪ ৪৫
ম্যান সিটি ১৯ ১৪ ২ ৩ ৩৬ ৪৪
চেলসি ১৯ ১২ ৪ ৩ ২১ ৪০
আর্সেনাল ১৯ ১১ ৫ ৩ ১৬ ৩৮
ম্যান ইউ ১৯ ৯ ৫ ৫ ৬ ৩২



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ