Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষ, আহত ২০ ভাঙ্গচুর

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১০:০৯ পিএম

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ বাজার, কালিরহাট ও রাজুল্যাপুরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় দলের ২০ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ৮জনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্লেখিত স্থানগুলোতে নৌকা মার্কা ও ধানেরশীষ মার্কার সমর্থকরা পৃথক পৃথক মিছিল বের করলে মিছিল থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এরপর দফায় দফায় হামলা ও ধাওয়া পাল্টা চলে। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান হানিফের বাড়ি ভাঙ্গচুর হয়।
নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে বিএনপি প্রার্থী বরকত উল্লা বুলু অভিযোগ করেন যে, ধানের শীষ মার্কার সমর্থনে পূর্ব নির্ধারিত মিছিলে নৌকা মার্কার সমর্থকরা হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের আহত করে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ