Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগঞ্জে ৫ হাজার মোটরসাইকেলে শোডাউন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা ইমদাদুল হকের মোটরগাড়ি মার্কার পক্ষে পিকআপভ্যানসহ প্রায় ৫ হাজার মোটরসাইকেল শোডাউন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা আ.লীগের অস্থায়ী দলীয় কার্যালয় থেকে সাবেক এমপি ইমদাদুল হকের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন বের হয়ে পীরগঞ্জ উপজেলার সরকারী কলেজ রোড় হয়ে বেগুনগা, পয়েন্ধ, নয়াহাট, চন্ডিপুর হয়ে রানীশংকৈল উপজেলার বাচোর, রাতোর, নেকমরদ, শিবদিঘি, হুসেনগাঁও, লেহেম্বা হয়ে আবারো পীরগঞ্জের হাজীপুর, সেনগাঁও, জাবরহাট, বৈরচুনা, দৌলতপুর, পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। শোডাউনে স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হকের মোটরগাড়ি মার্কায় ভোট চেয়ে বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে ইমদাদুল ভাইয়ের সালাম নিন, মোটরগাড়ি মার্কায় ভোট দিন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা ও সমর্থকরা। মোটরগাড়ি মার্কার পক্ষে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। শোডাউনে পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আ.লীগসহ বিভিন্ন অঙ্গসংঠনের নেতাকর্মী ও সমর্থরা অংশ নেয়। পরে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ