রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আ.লীগ প্রার্থী ধর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেছেন- যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জালাও-পোড়াও করে, মানুষ হত্যা করেছে, মানুষের বিপদে এগিয়ে আসেনি, যারা গত ১০ বছর মানুষের সাথে কোন প্রকার সম্পর্ক রাখেনি তার ভোট পাওয়ার অধিকার রাখেনা। যারা রাজাপুর-কাঠালিয়াবাসীর ভোট নিয়ে প্রতারণা করেছে তারা কোন ভাবেই ভোট পেতে পারেন না। তাদের ভোট দিবেন না, নৌকায় শান্তির দল, তাই নৌকা ভোট দিন। পক্ষান্তরে বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। তাদের কোন সঠিক চরিত্র নেই, নীতি নেই, এরা নিজেদের স্বার্থে যে কোন সময় চরিত্র পরিবর্তন করে ফেলে। মহাজোট সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশ ও জাতীর উন্নয়ন হয়। গত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে দেশকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। উপজেলা আ.লীগের যুগ্নআহবায়ক, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ মাহমুদ হোসেন রিপনের সঞ্চালনায় ও উপজেলা আ.লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ অহিদুজ্জামান চান, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি কেশোয়ারা সুলতানা সালমা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।