রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মধুখালীতে গত বুধবার দিনগত রাত ৭টায় কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারে এবং রাত ৯টায় জাহাপুর ইউনিয়নের জাহাপুর বাজারে দুটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভা দুটিতে জনসমুদ্রে উপনিত হয়। সভায় বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের মহাজোট ও আ.লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মনজুর হোসেন বুলবুল। জনসভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কামারখালী ও জাহাপুর ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বাবু এবং জাহাপুরে শিক্ষক দশরত দাস।
এছাড়া মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের মহাজোট ও আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল কোরকদী ইউনিয়নের বামুন্দি বালিয়াকান্দি বাজার, রামদিয়া স্কুল এলাকায়, খোদাবাসপুর প্রাইমারি স্কুল, উজানদিয়া কাউসার মোল্যার বাড়ির সামনে, বাগবাড়ি মন্দিরের সামনে, কাটাখালী বটতলা, চর-বাসপুর চেয়ারম্যানের বাড়ির সামনে ও আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া চারখালের মাথায়, আড়পাড়া ১ও ২নং ওয়ার্ডের মন্দিরের সামনে, গড়িয়াদহ, আড়পাড়া মাদ্রাসা এবং আলতু খান জুট মিলের সামনেসহ মোট ১২টি পথসভা ও গসংযোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।