Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা-২ আসনে পরীক্ষামূলক ভোটগ্রহণ

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সাতক্ষীরা-২ (সদর) আসনের ১৩৭ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে পরিক্ষামূলক ভোট গ্রহণ শুরু হয়েছে। হাতে কলমে ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোটদানের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সকাল থেকে পরিক্ষামূলক ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। মক বা ডেমো ভোটেও মানুষের মধ্যে কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি। সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বেলা চারটা পর্যন্ত। দুপুর ১টা পর্যন্ত সাতক্ষীরা পিএন হাইস্কুল কেন্দ্রে ৩ হাজার ৪৭৪ জন ভোটারের মধ্যে একজনও ডেমো ভোটে অংশ নিতে আসেনি। একই সময়ে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে ৩ হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে ৩৬জন ভোটার ডেমো ভোটে অংশ নিয়েছেন।

প্রথমবারের মত দেশব্যাপী ৬ আসনের মধ্যে সাতক্ষীরা-২ আসনেও ইভিএমে ভোটগ্রহণ হবে। ৩ লাখ ৫৬ হাজার ১৮৪ জন ভোটার ৩০ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাতক্ষীরা সদর আসনে ১৩৭টি ভোট কেন্দ্রে ৬৯৮ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভুল ভ্রান্তি এড়াতে মক ডেমো ভোটের আয়োজন করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সদর আসনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরার সকল কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক লোকবল দিয়ে মক ভোট গ্রহণ করা হচ্ছে। বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান বলেন, জেলা তথ্য অফিস ও আমাদের নিজস্ব প্রচার ব্যবস্থার মাধ্যমে সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের মধ্যে মাইকিং করা হয়েছে। প্রার্থীদের জানানো হয়েছে। তারপর উপস্থিতি কম কেনো বুঝতে পারছিনা। কাজে ব্যস্ততার কারনে হয়তো মানুষ ভোট কেন্দ্রে আসতে পারেনি। ভোটের দিন ভোটাররা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ