Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতা মহান আল্লাহর দান ও আপনাদের সহযোগিতা- নাসিরনগরে মহাজোট প্রার্থী সংগ্রাম

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপির পক্ষে (২৭ ডিসেম্বর) বৃহস্পতিবার নাসিরনগর সদর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এক জনসভার আয়োজন করা হয় সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকদের নৌকার মিছিলে মিছিলে এক জনস্রোতে পরিণত হয় বিদ্যালয় মাঠ এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি পবিত্র কুরআনের একটি আয়াতের বরাত দিয়ে লাখ জনতার উদ্দেশ্যে বলেন আপনারা জানেন এই ক্ষমতা মহান আল্লাহ তায়ালার দান ও আপনাদের সহযোগিতা, আল্লাহ তায়ালা এই আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন তিনি চাইলে কাউকে ক্ষমতাসীন করতে পারেন এবং ক্ষমতাহীনও করতে পারেন। আমি গত মার্চ মাসে উপ-নির্বাচনে নির্বাচিত হবার পর সাত মাসে আমার দায়িত্ব পালন করতে যদি অনিচ্ছাকৃত ভাবে কাউকে কোন কষ্ট দিয়ে থাকি তবে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে মাত্র সাত মাস সেবা করার সুযোগ পেয়েছি এই সাতে ৬টি প্রকল্পে ২৯১ কোটি ৯৯ লক্ষ টাকার কাজ করতে সক্ষম হয়েছি যা বর্তমানে চলমান। আপনাদেরকে আমি যা কথা দিয়েছি তা পালন করার চেষ্টা করতে চেষ্টা করেছি। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আপনাদের বলতে চাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যা পারেন তাই জনগনকে ওয়ানা দিয়ে থাকেন তিনি বলেছিলেন এই নাসিরনগরকে শহরে পরিনত করবেন তা তিনি করেছেন এবং যতটুকু উন্নয়নের বাকী রয়েছে বাকীটাও করে দিবেন। আমিও নেত্রীর কাছ যা শিখেছি তাই বলছি যদি ৩০ ডিসেম্বর আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে নাসিরনগরে কোন কাঁচা রাস্তা থাকবেনা। আমি যা পারবো তাই বলবো মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে প্রতারণার রাজনীতি আমি শিখিনি। তাই বলছি আপনারা যার সাথে দেখা করতে কোন ভায়া লাগেনা যে কোন সমস্যার কথা বলতে পারেন এমন একজন প্রতিনিধি হিসেবে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবারও নৌকা বিজয়ী করবেন বলে প্রত্যাশা করছি। জনসভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ প্রাণ গোপাল দত্ত জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আসা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ