বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ দিন আজ (বৃহস্পতিবার)। প্রচারণার শেষ দিনে নগরীর কোর্টপয়েন্টে আ‘লীগ ও বিএনপি’র প্রার্থীরা কর্মসূচি ঘোষণা করেছে।
আ‘লীগ প্রার্থী এ কে আব্দুল মোমেনের নির্বাচনী প্রচারনার শেষ দিন বিকাল ৩টায় কোর্টপয়েন্ট থেকে শহীদ মিনার পর্যন্ত নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী শেষ শোডাউন অনুষ্টিত হয়।
এদিকে বাদ মাগরিব ঐতিহাসিক কোর্টপয়েন্টে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর ধানের শীষের সমর্থনে শেষ নির্বাচনী গনজমায়েত অনুষ্টিত হবে এতে সিলেট সিটি কর্পোরেশনর ২৭টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
এ ছাড়াও সিলেট- ১ আসনের প্রার্থীরা হলেন মাওলানা নাসির উদ্দিন বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইউসুফ আহমদ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), উজ্জল রায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, প্রনব জ্যোতি পাল বাসদ, মাহবুবুর রহমান চৌধুরী জাতীয় পার্টি, মুহাম্মদ ফয়জুল হক ইসলামী ঐক্যজোট (আইওজে), মো. আনোয়ার উদ্দিন বোরহানাবাদী বাংলাদেশ মুসলিম লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. রেদওয়ানুল হক চৌধুরী প্রচারনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।