Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-২ তিন প্রার্থীর পক্ষে আওয়ামীলীগ উদিয়মান সূর্য্য নিয়ে বিএনপি

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ৭:১৫ পিএম

বঙ্গবীর এমএজি ওসমানীর স্মৃতি ধন্য প্রবাসী অধ্যুষিত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বচনী প্রচারনা। প্রার্থীরা বিরতীহীনভাবে চষে বেড়াচ্ছে ভোটারের দোয়ারে দোয়ারে। উন্নয়নে নিজের অবস্থান থাকবে সবার শীর্ষে এমন ফুলজুড়ি দিয়ে যাচ্ছেন। এ আসেন মোট ৯ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন, মহাজোট মনোনীত জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), সতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা মুহিবুর রহমান (ডাব), আ’লীগ ঘরনার সতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ড. এনামুল হক সরদার (সিংহ), খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী (ঘড়ি), জাতীয় ঐক্য ফ্রন্টের গণফোরাম নেতা মোকাব্বির খান (উদিয়মান সূর্য্য), ইসলামী আন্দোলনের মোঃ আমির উদ্দিন (হাত পাখা), এনপিপির মনোয়ার হোসাইন (আম), বিএনএফ এর মোশাহিদ খান (টেলিভেশন), সতন্ত্র প্রার্থী প্রবাসী আব্দুর রব ( কার গাড়ি)। হাইকোর্টের আদেশে স্থগিত হয়ে যায় এ আসনে বিএনপি’র প্রার্থী তাহসীনা রুশদীর লুনার প্রার্থীতা।
আদালতে বিএনপি প্রার্থী লুনার প্রার্থীতা আটকে গেলে ভোটারের কাছে ভোটের হিসাব মোটামুটি একটি পর্যায়ে চলে আসলেও শেষ পর্যায়ে গণফোরামের প্রার্থী মোকাব্বিরের পক্ষে বিএপির সমর্থন আসলে ভোটের হিসেব উলট পাল্ট হয়ে যায়। জাতীয় ঐক্যফ্রন্টের নির্দেশে সর্বশেষ পর্যায়ে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের সূর্য্য প্রতিকের পক্ষে মাঠে নামে দুই উপজেলার বিএপির নেতাকর্মীরা। তারা ধানের শীষ আর সূর্য্য প্রতিককে একাকার করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গত বুধবার বিশ্বনাথে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ‘উদীয়মান সূর্য’ প্রতীকে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী মো. মোকাব্বির খানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে বিএনপি-জামায়াত।এ সময় নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এম. আছকির আলী। হাইকমান্ডের নির্দেশে সিলেট-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী মো. মোকাব্বির খানকে সমর্থন দিয়েছে ২০ দলীয় ঐক্যজোট। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ৩০ ডিসেম্বর ‘উদীয়মান সূর্য’ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
এ আসেন মহাজোট প্রার্থী হচ্ছে বর্তমান এমপি জাতীয় মহাজোট মনোনীত জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল)। নির্বাচনী মাঠে নৌকার কোন প্রার্থী না থাকায় কার্যত: তিন প্রার্থী, মহাজোট মনোনীত ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), আওয়ামীলীগ ঘরনার এনাম সরদার (সিংহ) ও আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের (ডাব) পক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। আওয়ামীলীগের ঘরনার সতন্ত্র এই দুই প্রার্থী আওয়ামীলীগের নেতাকর্মীকে নিয়ে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
এখন পর্যন্ত এ আসনের অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিক চৌধুরী ও যুক্তরাজ্য আ’লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেট-২ আসনে নির্বাচনী প্রচারণার মাঠে দেখা যায়নি। ভোটের মাঠে তাদের রয়েছে প্রভাব।
অন্যদিকে, আওয়ামীলীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশের পর আওয়ামী লীগের অনেকে মহাজোর্ট প্রার্থীর লাঙ্গলের পক্ষে মাঠে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দেখা গেছে, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়াসহ অনেক নেতকর্মী লাঙ্গলের পক্ষে মাঠে কাজ করছেন। যার কারণে এ আসনে তিন প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। ইয়াহইয়াহ চৌধুরী তার নির্বাচনী সভায় বলেছেন, আমি শেখ হাসিনার প্রার্থী। যারা প্রকৃত আওয়ামীলীগ করেন তারা আমার পক্ষে কাজ করবেন।
প্রচারণা থেকে পিছিয়ে নেই খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী (ঘড়ি)। এখানে কওমী মাদরাসার ঘরনার বিরাট একটি অংশ তার পক্ষে মাঠে কাজ করে যাচ্ছে। মাঠ চষে বেড়াচ্ছে আব্দুর রব মল্লিক (গাড়ি), ইসলামি শাসনতন্ত্রের মোঃ আমির উদ্দিন (হাত পাখা) এবং অন্যান্য প্রার্থীরাও বসে নেই। যার যার সাধ্যমতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ