Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া ৭ আসনে জাপা নেতা ও মহাজোট প্রার্থী এ্যাডঃ আলতাবের বিরুদ্ধে দলেই বিদ্রোহ !

স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আরা খানকে সমর্থন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৯ পিএম

বগুড়া ৭ সংসদীয় আসনের মহাজোটের মনোনীত প্রার্থী জাপা নেতা এ্যাডঃ আলতাব আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম আজম খানের স্ত্রী ফেরদৌস আরা খানের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির নেতা কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন জাপার গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রতন । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন , ১৪ সালে এমপি নির্বাচিত হবার পর থেকে তিনি দলের নেতা কর্মিদের সাথে ডিটাচ থেকেছেন , কাউকেই মুল্যায়ন করেননি। তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার আর্থিক দুর্নীতি ও অনিয়মেরও অভিযোগ রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে । সংবাদ সম্মেলনে বগুড়া জাপার সিনিয়র নেতা লুৎফর রহমান সরকার স্বপন , শাজাহানপুর উপজেলা জাপার সভাপতি আব্দুল হান্নান , স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবু সাইদ সহ নেতা কর্মিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ