Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-১ আসনে ধানের শীষ প্রাথী মুক্তাদিরের গণসংযোগ থেকে ৭ নেতাকর্মী আটক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৪ পিএম

নগরীর হাউজিং এস্টেট এলাকায় গণসংযোগ শেষে নিজ গন্তব্যে রওয়ানা হওয়ার সময় রাস্তা থেকে ৭জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিলেট-১ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহস্পতিবার সকালে বিএনপি প্রার্থী বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার জনসমাগম দেখলেই আঁতকে উঠছে। বর্তমান আওয়ামী সরকারের সময় ফুরিয়ে এসেছে। এবারে তারা আর জনগণের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। বর্তমান স্বৈরাচারী শাসকদের পতন ঘটাতে জনগণ এখন আরও বেশী ঐক্যবদ্ধ। গণসংযোগকে কেন্দ্র করে সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেলসহ ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকি নেতাকর্মীদের নাম তাৎক্ষনিক পাওয়া যায় নাই।

এয়ারর্পোট থানার ওসি মো. শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিক ভাবে তিনি গ্রেফতারকৃতদের নাম বলতে পারেনি তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ