Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদগঞ্জে ধানের শীষের প্রার্থীর বাড়ি ভাংচুর

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ৫:৫৭ পিএম | আপডেট : ৬:০৩ পিএম, ২৭ ডিসেম্বর, ২০১৮

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের বসতবাড়ি ভাংচুর করছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার বিকেল ৩টায় ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের মান্দারখিল গ্রামের পাটোয়ারী বাড়িতে দুবৃর্ত্তরা এ হামলা চালায়। হামলার ঘটনায় বাড়ির দরজা-জানালা ভেঙ্গে ধবংসস্তুপে পরিনত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শাসকদলীয় দুবৃর্ত্তরা দেশীয় অস্ত্র নিয়ে লায়ন হারুনুর রশিদের গ্রামের বাড়িতে হামলা চালায়। বসতবাড়ির দরজা-জানালার ভেঙ্গে ধবংসস্তুপে পরিনত করে। ঐ সময়ে বাড়িতে কেউ না থাকায় হামলা থেকে বেঁচে যায়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতাকর্মী সাংবাদিকদের জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুর্হুতে ক্রাইসিস লিডার সাবেক এমপি লায়ন হারুনুর রশিদকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। উজ্জেবিত নেতাকর্মীরা খবর পেয়ে ঘর থেকে বের হয়ে আসেন।

তারা আরো জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন হারুনুর রশিদ ঢাকা থেকে লঞ্চযোগে ফরিদগঞ্জ আসছেন এমন খবর পেয়ে শাসকদলীয় দৃবৃত্তরা অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরে অবস্থান নেয়। তার আসতে বিলম্ব হওয়ায় ক্ষিপ্ত হয়ে লায়ন হারুনুর রশিদের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ