বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বিএনপি প্রার্থী বরকত উল্লা বুলু অভিযোগ করেনে যে, নির্বাচনী প্রচারণার শুরু থেকে নৌকা মার্কা প্রার্থী মামুনুর রশিদ কিরনের সমর্থকরা বিভিন্ন স্থানে ধানেরশীষ প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা অব্যাহত রেখেছে। ধানের শীর্ষ মার্কার সমর্থনে প্রচার প্রচারণার সময় বাধা প্রদান করা হচ্ছে।
বেগমগগঞ্জ আসনে এযাবত ১৫টি স্থানে ধানেরশীষের নির্বাচনী অফিস ও প্রচার গাড়ি ভাঙ্গচুর করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন স্থানে ধানেরশীষ মার্কার পচারণায় হুমকি প্রদর্শন করা হয়েছে। হোন্ডাযোগ সস্ত্রাসীরা মহড়া দিয়ে আতঙ্কে সৃষ্টি করছে। কেউ রাজকীয়ভাবে নির্বাচনী প্রচারণা চালাবে আবার অন্য প্রার্থী সরকারী দল ও পুলিশের দমন পীড়নের শিকার হবে। এটা কি ধরনের আচরণ ? বরকত উল্লা বুলু নির্বাচনী প্রচারণায় সকল দলের সমান সূযোগ সুবিধা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।