বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, একজন প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় আমার নিরাপত্তা নেই। গত দুই দিন আগে আমাকে বহনকারী ও সাথে থাকা আরেকটি গাড়িসহ মোট দুটি গাড়ি ভাঙচুর করেছে আ.লীগের সন্ত্রাসীরা। এরপর আমি জেলার সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে অবহিত করেছি এবং জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছি। এ অবস্থায় আমি আর গণসংযোগে যাব না। ঘটনার ৪৮ঘন্টা পরেও প্রশাসন থেকে আমি এর উত্তর পায়নি। গতকাল বুধবার কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সভা করার অনুমতি দিয়েও উপজেলা নির্বাহী অফিসার ও ওসি আমাকে আবার বলেন ছাত্রলীগ সভা ডেকেছে এ কারণে উভয় পক্ষের সভা স্থগিত করা হয়েছে। বাস্তব কথা হলো প্রশাসন এবং সরকার যোগসাজশে এ কর্মকাণ্ড চালাচ্ছে। আমার সভা হওয়ার কথা ছিল। এ কারণে আ.লীগের ক্যাডাররা হেলমেন্ট পরে রাস্তায় বোমা নিয়ে বসে আছে সভাস্থলে আসার সময় আমার নেতাকর্মীদের ওপর হামলা করার জন্য। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ এলাকায় কোম্পানীগঞ্জে ২৬টি মামলা করে আমার নেতাকর্মীদের হয়রানি করেছে এবং আসামি করা হয়েছে ৭৪৯জন নেতাকর্মীকে। অজ্ঞাত আসামি করেছে ১৬৪৯জনকে। ৭৮জন নেতাকর্মী জেল খানায় আটক আছেন। বেগমগঞ্জে পুরানো ২টি মামলায় কোম্পানীগঞ্জে অসংখ্য নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সেনাবাহিনী এসেছে লাভ কি? সেনাবাহিনী থাকা অবস্থায় আমার ওপর হামলা হয়েছে। তারপরেও এ অবস্থায় আমি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব এবং শেষ দিন পর্যন্ত মাঠে থাকব।
তিনি গতকাল বুধবার বিকেল ৪টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের নিজ বাস ভবনে সংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান, বসুরহাট পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক, পৌরসভা যুবদলের সভাপতি শওকত হোসেন সগির, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন পাবেল প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।