বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর মিরপুরে তুচ্ছ ঘটনার জেরে এক অটোরিকশা চালকের মারধরে মঞ্জু (৪০) নামের এক ফল বিক্রেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে ১০ নম্বর সেকশনের ফকির বাড়ী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। ঘাতক সাইফুলকে আটক করা হয়েছে।
নিহতের প্রতিবেশী আবু সাইদ বলেন, গতকাল বিকেলে ফল বিক্রির সময় অটোচালক সাইফুল ফল দোকানী মঞ্জুর দোকানের সামনে অটোরিকশা থামায়। এতে মঞ্জু রিকশা সরাতে বললে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের হাতাহাতিতে ধাক্কা লেগে মঞ্জু রাস্তার পাশের আইল্যান্ডে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির বলেন, সাইফুলকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।