বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্যারিস্টার মওদুদ আহমদের সংবাদ সম্মেলনে বক্তব্যের প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ পাল্টা সংবাদ সম্মেলন করে গতকাল বুধবার বিকেল ৫টায়। উপজেলা আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখে নোয়াখালী জেলা আ.লীগের সংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল। এসময় তিনি বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনের জীবন যাত্রার মান উন্নয়ন এব বৈপ্লবিক পরিবর্তনে এ এলাকার অশান্ত কোম্পানীগঞ্জকে শান্ত করেছেন। এ জন্য দল মত নির্বিশেষে নির্বাচনে ওবায়দুল কাদেরকে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে। আমাদের প্রতিপক্ষ প্রার্থী যিনি দীর্ঘদিন এ এলাকার ক্ষমতায় ছিলেন, মন্ত্রী ছিলেন কিন্তু কোন উন্নয়ন করেন নাই। তাই আজকে তার নেতাকর্মীরা তার ডাকে সাড়া দেন না। সাড়া না দেয়ার কারণে বাড়ি বসে বসে অভিযোগ করছেন। উনার পথসভায় স্থগিত করেছেন কারণ সভায় কোন লোকজন হবে না। এটাকে জায়েজ করার তিনি মিথ্যাচার করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খান, এলিন গ্রুপের পরিচালক গোলাম শরীফ চৌধুরী পিপুল, বসুরহাট পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আবুল খায়ের, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।