Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগ অব্যাহত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৯:৫১ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিম গণসংযোগ অব্যাহত রেখেছেন। প্রকৌশলী ফজলুল আজিম আজ বুধবার হাতিয়া উপজেলার জাহাজমারা, সোনাদিয়া ও তমরদ্দি ইউনিয়ন সফর করেন। সফরকালে তিনি কয়েকটি স্থানে পথসভায় বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষে ধানেরশীষ মার্কার বিকল্প নাই।
তিনি আরো বলেন, সারাদেশে ধানের শীষ মার্কার গণজোয়ার উঠেছে। হাতিয়া আসনেও ধানেরশীষের জোয়ার বইছে। আমি যেখানে যাচ্ছি, সেখানে জনগনের বাঁধভাঙ্গা জোয়ার বইছে। আমি আপনাদের সাথে ছিলাম, ইনশায়াল্লাহ ভবিষ্যতেও থাকবো। সুতরাং সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী ৩০ডিসেম্বর ধানেরশীষ মার্কায় ভোট দিয়ে আমাকে হাতিয়াবাসীর সেবা করার সূযোগ দিন।
গণসংযোগকালে বিএনপি প্রার্থী ও সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিমের সাথে ছিলেন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শওকত ও ফজলুল হক খোকনসহ হাতিয়া বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ