Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ীদের কল্যাণে আ. লীগ সরকার -ফাহমী গোলন্দাজ বাবেল এমপি

গফরগাঁও থেকে | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৯:৪৫ পিএম


ময়মনসিংহ- ১০(গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান । তিনি বলেন , আঃলীগ সরকার দেশে নজিরবিহীন উন্নয়ন করেছে । তিনি বলেন, বেসরকারি শিক্ষক/কর্মচারীদেরকে বিশেষ সুযোগ সুবিধা করে দিয়েছে বর্তমান মহাজোট সরকার । তিনি বলেন, বিগত আ. লীগ সরকারের আমলে ব্যবসায়ীরা শান্তিপুর্ণ ভাবে ব্যবসা করে যাচ্ছে । কোন ধরনের বিশৃংখলার পরিবেশ সৃষ্টি হয়নি । বিএনপি সরকারের আমলে নিয়মিত চাঁদা দিয়ে ব্যবসা করতে হতো । গফরগাঁও বাজারে ব্যবসায়ী সমিতির আয়োজিত নির্বাচনী পথ সভায় আজ রাতে বুধবার (২৬ ডিসেম্বর) ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক মেয়র হাজী মুনজুর মিয়ার সভাপতিত্বে নির্বাচনী পথ সভায় আয়োজন করা হয় । উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন আ. লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফাহমী গোলন্দাজ বাবেল এমপি উল্লেখিত কথা গুলো বলেন । নির্বাচনী পথ সভায় আরও বক্তব্য রাখেন , উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল) , জাতীয় সংসদ সদ্যস্যর একান্ত সচিব মাসুদ হোসেন সোহেল , ব্যবসায়ী সমিতির সদস্য সচিব হাজী আতাউর রহমান (সাজা) ,গফরগাঁও মহিলা কলেজের সাবেক প্রিন্সীপাল হাজী আনোয়ার হোসেন ,মোঃ আশরাফ আলী মন্টু মিয়া প্রমুখ । এর আগে প্রধান অতিথি পুখুরিয়া বাজারে নির্বাচনী পথসভা করেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ