Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইফতারের অনুষ্ঠান উপস্থাপনায় বাঁধন

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রমজান উপলক্ষে ইফতারি তৈরি বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেত্রী বাঁধন। অনুষ্ঠানটি একইসাথে ছয়টি চ্যানেলে প্রচার হবে। অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘ভিন্ন স্বাদের ইফতার’। এই অনুষ্ঠানে আবারো উপস্থাপনা করবেন বাঁধন। এর আগেও বাঁধন এ ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আবারও এ ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করার সুযোগ পেয়ে তিনি বেশ আনন্দিত। বাঁধন বলেন, ‘অভিনেত্রী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এর বাইরে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা কিংবা উপস্থাপনা করি বিশেষ অনুরোধ ও শখের কারণে। এবারও তাই করছি। এটা করছি নিজের ভাল লাগা থেকে। হয়তো আগে এ ধরনের উপস্থাপনা দর্শকের ভাল লাগার কারণে চ্যানেলগুলো আমাকে দিয়ে আবার উপস্থাপনা করার সিদ্ধান্ত নিয়েছে।’ বাঁধন জানান, ৯ মে থেকে টানা তিনদিন তিনি এই অনুষ্ঠানের শুটিংয়ে অংশগ্রহণ করবেন। এটি নির্মাণ করবেন মুশফিক কল্লোল। বাঁধন আরো জানান মে মাসের শেষপ্রান্তে তিনি জিটিভিতে প্রচার চলতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজকের অনন্যা’রও উপস্থাপনার শুটিং-এ অংশ নিবেন। এদিকে বৈশাখী টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে বাঁধনেরই উপস্থাপনায় ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানটি। বাঁধন বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। এরমধ্যে উল্লেখযোগ্য অঞ্জন আইচের ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘রূপকথার মা’, জাহিদুল ইসলামের ‘অন্তর্জাল’, আল হাজেন’র ‘লড়াই’। এছাড়া রুলিন রহমান ও মাইনুল হাসানের দুটি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করবেন শিগগিরই।

 



 

Show all comments
  • Asikur ১ মে, ২০২০, ৬:২১ পিএম says : 0
    আমি ভিডিওটা দেখতে চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইফতারের অনুষ্ঠান উপস্থাপনায় বাঁধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ